• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বন্ধ হয়ে গেলো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি

হিলি প্রতিনিধি

  ২৪ মার্চ ২০২০, ১২:৫৯
বন্ধ হয়ে গেলো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি
বন্ধ হয়ে গেলো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি, ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে ও মোকাবিলায় ভারত সরকার লকডাউন করায় ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর দিয়ে দুই-দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।

গতকাল সোমবার (২৩ মার্চ ) বিকেল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার মোকাবিলায় ভারত সরকার লকডাউন করায় সোমবার বিকেল থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। আগামী ৩০ মার্চ পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এবং আগামী ৩১ মার্চ থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ১৩ মার্চের আগে দুই-দেশের মাঝে প্রবেশ করা যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও গতকাল সোমবার থেকে সবধরনের যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে ভারত থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশ স্বাভাবিক আছে।
পি

মন্তব্য করুন

daraz
  • ব্যবসা-বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ
X
Fresh