• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৮ নভেম্বর ২০১৯, ১৭:২৬
ঘূর্ণিঝড় বুলবুল চট্টগ্রাম বন্দর

ঘূর্ণিঝড় বুলবলের প্রভাব মোকাবেলায় বন্দরের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ। বিকেলে চট্টগ্রাম বন্দর ভবনে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।

এ সময় তিনি জানান, বন্দরের পক্ষ থেকে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে।

বন্দর চেয়ারম্যান আরো বলেন, বন্দরে এখনো সব রকমের কার্যক্রম চলছে। তবে সংকেত পাঁচ নম্বর হলে সব ধরনের কার্যক্রম বন্ধ করা হবে। এর পাশাপাশি বন্দরে নতুন করে জাহাজ প্রবেশ বন্ধ রাখা, বন্দরের বহিঃনোঙরে অবস্থানরত জাহাজগুলোকে ইঞ্জিন চালু করে নিরাপদে থাকতে বলা হয়েছে। বন্দর চ্যানেলে কোনো জাহাজ থাকতে পারবে না। পাশাপাশি কর্ণফুলীতে রাখা লাইটার জাহাজগুলোকেও নিরাপদে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • ব্যবসা-বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাধিক পদে চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ
কোথায় কেমন গরম পড়বে, জানাল আবহাওয়া অফিস
এপ্রিলে কয়টি কালবৈশাখী ও ঘূর্ণিঝড় হতে পারে, জানাল অধিদপ্তর
তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে, হতে পারে ঘূর্ণিঝড়
X
Fresh