• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সয়াবিন তেল ও ডালের দাম বাড়ালো টিসিবি

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২১, ২০:১৩
টিসিবি

বেসরকারি পর্যায়ে সয়াবিন তেল ও ডালের দাম বাড়ায় সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সয়াবিন তেল ও মসুর ডালের দাম বাড়িয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবি প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল দাম বাড়িয়ে ১১০ টাকা এবং প্রতিকেজি মসুর ডাল বিক্রি করবে ৬০ টাকা।

বুধবার (৩ নভেম্বর) থেকে টিসিবি বাড়তি দামে পণ্য দুটি বিক্রি করবে।

টিসিবির মুখপাত্র জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সাধারণ আয়ের জনগণের সহায়তার জন্য দেশের মহানগর, জেলা ও উপজেলায় চারশ’ থেকে সাড়ে চারশ’ ভ্রাম্যমাণ ট্রাকে এই বিক্রি কার্যক্রম ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

টিসিবি জানায়, একজন ক্রেতা একবারে সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ও আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ব্যবসা-বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পলকের শ্যালক
গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল
X
Fresh