• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

চিনির নতুন দাম নির্ধারণ করলো সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৮
চিনির নতুন দাম নির্ধারণ করলো সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন

নতুন করে চিনির দাম নির্ধারণ করে দিল বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন। প্রতি কেজি খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৪ টাকা ও প্রতি কেজি প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন।

চিনির আন্তর্জাতিক বাজারদর এবং স্থানীয় পরিশোধনকারী মিলসমূহের উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই দাম নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ও পরিশোধিত চিনির মূল্য বৃদ্ধি পাওয়ায় ৫ সেপ্টেম্বর প্রতি কেজি খোলা চিনির দাম ৮৫ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ৯৮ টাকা করার প্রস্তাব করে বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন।

সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারে চিনির দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চিনির মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের চাহিদা অনুযায়ী চিনি আমদানি করে যাচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় প্রতি কেজি খোলা চিনির দাম ৮৫ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ৯৮ টাকা করার প্রস্তাব করা হয়।

তবে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রতি কেজি চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৪ টাকা ও প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৫ টাকা নির্ধারণ করা হলো।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আজকের তথ্য অনুযায়ী রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকায়।

এমএন

মন্তব্য করুন

daraz
  • ব্যবসা-বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ল সয়াবিন তেলের দাম
হিলিতে চালের দাম বেশি, বিপাকে সাধারণ ক্রেতা
ইসরায়েলে হামলার পর কমেছে তেলের দাম
‘চালের দাম কমানোর কথা বলে আরও বাড়িয়েছে সরকার’
X
Fresh