• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

স্বর্ণের দাম বাড়তে পারে

আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২১, ১৮:৫১
স্বর্ণের দাম বাড়তে পারে

আন্তর্জাতিক বাজারে গত এক সপ্তাহে স্বর্ণের দাম ১ দশমিক শূন্য ৮ শতাংশ বাড়লেও দামি ধাতু প্লাটিনামের দাম কমেছে দশমিক ৬৯ শতাংশ। আন্তর্জাতিক বাজারে এভাবে স্বর্ণের দাম বাড়লে দেশীয় বাজারে স্বর্ণের দাম বাড়বে বলে গণমাধ্যমকে জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম করায় মার্চে দেশীয় বাজারে দুই ধাপে স্বর্ণের দাম কমানো হয়েছে। সর্বশেষ গত ১০ মার্চ ভরিতে স্বর্ণের দাম ২০৪১ টাকা কমানো হয়। এখন বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হবে।

৯ মার্চ অনুষ্ঠিত বাজুসের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১০ মার্চ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা কমিয়ে ৬৯ হাজার ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৭ হাজার ২১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৬ হাজার ৮৯০ টাকা বিক্রি হচ্ছে।

স্বর্ণ ও রুপার দাম কিছুটা বাড়লেও পতনের মধ্যেই রয়েছে আর এক দামি ধাতু প্লাটিনাম। গেল সপ্তাহে এই ধাতুটির দাম কমেছে দশমিক ৬৯ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১১৯৬ দশমিক ৫০ ডলারে। এর মাধ্যমে মাসের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে ৫ দশমকি ৯৭ শতাংশ।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ব্যবসা-বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪০০ সিসির পালসার বাজারে আসার আগেই ফাঁস হলো দাম
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
স্বর্ণের দাম আরও কমলো
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
X
Fresh