• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন রেকর্ড

আরটিভি নিউজ

  ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৬
সঞ্চয়পত্র বিক্রিতে নতুন রেকর্ড

করোনা মহামারির সময়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৫৫ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। দেশের ইতিহাসে এতো দ্রুত সময়ে ৫৫ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র কখনই বিক্রি সম্ভব হয়নি। সঞ্চয়পত্র বিক্রির ইতিহাসে এবার নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২০১৯-২০ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরে ৩৪ হাজার ২১১ কোটি ৩৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ছয় মাসের সঞ্চয়পত্র বিক্রির ধারাবাহিকতা অব্যাহত থাকলে বছর শেষে সঞ্চপত্র বিক্রি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। করোনাভাইরাস সংক্রমণের সময়ে সঞ্চয়পত্রের বিক্রি বৃদ্ধি পাওয়ার পেছনে দুটি কারণ ভাবছেন অর্থনীতির গবেষক আহসান মনসুর।

প্রথমত, করোনা মহামারির সময়ে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রবাহ বেড়েছে। যার একটি অংশ দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করছেন। দ্বিতীয়ত, অন্য যে কোনও সঞ্চয় প্রকল্পের চেয়ে সঞ্চয়পত্রের সুদের হার যেহেতু বেশি, সবাই এখানেই বিনিয়োগ করছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ব্যবসা-বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা
নতুন রেকর্ডে ট্রেবলের পথে লেভারকুসেন
গোসলের পর নতুন করে অজু করতে হবে কি?
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
X
Fresh