• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্বর্ণের দাম নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বাজুসের

আরটিভি নিউজ

  ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৮
স্বর্ণের দাম নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বাজুসের

স্বর্ণ ও রুপার দাম নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য গ্রাহক ও ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বিজ্ঞপ্তি দিয়েছে- গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি সারা দেশে স্বর্ণ ও রুপার যে দাম নির্ধারণ হয়েছে তা বলবদ থাকবে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বাজুসের সভাপতি এনামুল হক খান এবং সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমের কাছে পাঠিয়ে এ অনুরোধ জানানো হয়েছে।

বাজুস ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অতিরিক্ত সাধারণ সভায় (ইজিএম) স্বর্ণের মূল্যের সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণ করার বিষয়টি কণ্ঠভোটে পাস হয়। এরপর কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করা হয় নতুন নিয়মে বাড়বে স্বর্ণ-রুপার দাম।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, স্বর্ণের মূল্যের সব সিদ্ধান্তই অতীতের ন্যায় যথারীতি লিখিতভাবে সবাইকে জানানো হবে। এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।

ক্রেতা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাজুস বলেছে, আপাতত বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে পূর্বের (২০২১ সালের ১৩ জানুয়ারি নোটিশে প্রকাশিত) মূল্যে স্বর্ণ ও রৌপ্য ক্রয় বিক্রয় করার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৩ ফেব্রুয়ারির ইজিএমে স্বর্ণের মূল্যের সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত কণ্ঠভোটে পাস হলে, অধিকতর স্বচ্ছতার জন্য বিষয়টিতে বিদ্যমান আইনের আলোকে পরামর্শ চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট শাখায় চিঠি দেয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমাদের ৬ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তির প্রেক্ষিতে বিভিন্ন পত্র-পত্রিকায় যে ধরনের নিউজ এসেছে, তাতে মনে হচ্ছে আমরা নতুন করে স্বর্ণের দাম বাড়িয়ে দিচ্ছি। এতে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা হলো- নতুন নিয়ম কার্যকর হলেও গ্রাহক পর্যায়ে স্বর্ণ-অলঙ্কারের দামের পরিবর্তন হবে না।

গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হচ্ছে। এতে ৫ শতাংশ ভ্যাট ও মজুরি যোগ করে এখন এক ভরি ভালো মানের স্বর্ণালঙ্কার কিনতে ক্রেতাদের প্রায় ৮০ হাজার টাকা দিতে হচ্ছে।

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা করে বিক্রি হচ্ছে। এই মানের স্বর্ণালঙ্কার কিনতেও ক্রেতাদের ৫ শতাংশ ভ্যাট ও মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ব্যবসা-বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দেশের কল্যাণে কাজ করতে হবে’
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
‘নারীদের এগিয়ে নিতে কার্যকর পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী’
পাবনায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু
X
Fresh