আরটিভি অনলাইন রিপোর্ট
১১ জুন ২০২০, ১৭:৫০
আপডেট : ১১ জুন ২০২০, ১৮:১৯
আপডেট : ১১ জুন ২০২০, ১৮:১৯
বাজেট অনুযায়ী যেসব পণ্য বেশি দামে কেনা লাগবে

প্রতীকী ছবি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের জন্য এ বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। করোনাভাইরাস পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে এবারের বাজেটের শিরোনাম করা হয়েছে ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’।বাজেট অনুযায়ী এখন থেকে যেসব পণ্যের দাম বাড়বে- অনলাইন খাবার ও অনলাইন কেনাকাটা, রঙ, বিদেশি টেলিভিশন, সিগারেট, সোডিয়াম সালফেট, আয়রন স্টিল, স্ক্রু, আলোকসজ্জা সামগ্রী, কম্প্রেসার শিল্পে ব্যবহৃত উপকরণ, বার্নিশ, বাইসাইকেল, আমদানি করা অ্যালকোহল, গাড়ি রেজিস্ট্রেশন খরচ, শ্যাম্পু, জুস, ইন্টারনেট খরচ, আমদানি করা দুধ ও দুগ্ধজাত পণ্য, মোবাইল খরচ, চকলেট, বিদেশি মোটরসাইকেল, বডি স্প্রে ইত্যাদি।
জিএ