• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হলমার্ককে ব্যবসার সুযোগ দিতে চায় সরকার: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৯
হলমার্ক ব্যবসার সুযোগ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপসহ ঋণ জালিয়াতি প্রতিষ্ঠানগুলোকে আরেকবার ব্যবসার সুযোগ দিতে চায় সরকার। তবে সে সুযোগ কিভাবে দেওয়া হবে তা এখনো ঠিক হয়নি।

সচিবালয়ে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার বিকেলে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, হলমার্ক, বিসমিল্লাহসহ যেসব প্রতিষ্ঠান ঋণ জালিয়াতি করেছে তারা সবাই টাকা ফেরত দিয়ে ব্যবসায় আসবে। সরকার নতুন করে কোনো ব্যবসায়ী সৃষ্টি করতে পারবে না। যারা আছে তারা ব্যবসা করবে। সরকার চায় তারা পাওনা টাকা দিয়ে দিক। হলমার্কের অর্থ পরিশোধের সক্ষমতা রয়েছে। তবে নতুন করে ব্যবসা শুরুর আগে হলমার্ককে অবশ্যই জালিয়াতির টাকা ফেরত দিতে হবে।

প্রসঙ্গত, হলমার্কের ঋণ জালিয়াতির ৬ বছর পার হলেও ঋণ নেয়া সাড়ে চার হাজার কোটি টাকা ফেরত নিতে পারেনি সোনালী ব্যাংক। এদিকে বিসমিল্লাহ গ্রুপ জনতা ব্যাংক ভবন করপোরেট শাখা থেকে ফান্ডেড ৩০৭ কোটি ৩৮ লাখ এবং নন ফান্ডেড ২৫ কোটি ৫৩ লাখ টাকাসহ বিভিন্ন শাখা থেকে মোট ১২০০ কোটি টাকার ঋণ জালিয়াতি করে।

পি

মন্তব্য করুন

daraz
  • ব্যাংক-বীমা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
নৌকা বাদ দিলেও ভোট চুরির প্রকল্প থেকে সরেনি সরকার: আমীর খসরু
X
Fresh