• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তি সই

অর্থনীতি ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২১, ২৩:৫৭
চুক্তি স্বাক্ষরের সময়

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের উদ্দেশ্যে চুক্তি সই করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।

সোমবার (১৪ জুন) রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসএমই ফাউন্ডেশনের ‘ক্রেডিট হোলসেলিং কর্মসূচি’র আওতায় এই প্রণোদনা প্যাকেজের একটি অংশ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের জন্য বরাদ্দ করে এসএমই ফাউন্ডেশন। চুক্তি অনুসারে চার শতাংশ মুনাফায় ঋণ নিতে পারবেন করোনায় ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তারা।

অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, ডিএমডিকে এম আওলাদ হোসেন, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড নাভেরা আলম, এসএমই ফাউন্ডেশনের মহা-ব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার ও মো. সিরাজুল হায়দার এনডিসি উপস্থিত ছিলেন।

এসজে/এসআর

মন্তব্য করুন

daraz
  • ব্যাংক-বীমা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ আমদানি চুক্তি শিগগিরই : পররাষ্ট্রমন্ত্রী
পিসিবির কাছে ক্ষমা চাইলেন হারিস রউফ
X
Fresh