• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আরও সাত দিন ব্যাংকের লেনদেন আগের নিয়মেই

আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ১৭:১২
আরও সাত দিন ব্যাংকের লেনদেন আগের নিয়মেই চলবে

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলাচল সীমিত করার জন্য আরও ৭ দিন দেশের সব ব্যাংকের কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।

রোববার (১৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আগামী ১৭-২৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। জনপ্রশাসনের প্রজ্ঞাপনের সঙ্গে মিল রেখে বাংলাদেশ ব্যাংকও প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত করেছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের লেনদেন আগের মতোই বেলা ২টা পর্যন্ত চলবে। এরপর লেনদেনপরবর্তী কার্যক্রমের জন্য বেলা সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আগামীকাল সোমবার (১৭ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের আগে ব্যাংকের লেনদেন সময় ছিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ব্যাংক-বীমা এর পাঠক প্রিয়
X
Fresh