• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গ্রাহকদের উন্নত সেবা দিতে ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি মার্কেন্টাইল ব্যাংক বন্ধ

আরটিভি নিউজ

  ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৫
গ্রাহকদের উন্নত সেবা দিতে ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি মার্কেন্টাইল ব্যাংক বন্ধ

গ্রাহকদের আরও উন্নত ও নিরাপদ সেবা দিতে ডেটা সেন্টার স্থানান্তরের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকটির শাখা, এটিএম বুথের পাশাপাশি অ্যাপ ও অনলাইনভিত্তিক সেবাও বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

কোনো ব্যাংকের যে কোনো সেবা বা লেনদেন বন্ধ রাখতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, মার্কেন্টাইল ব্যাংকের বিদ্যমান ডেটা সেন্টার স্থানান্তরের জন্য ১৭ ফেব্রুয়ারি বুধবার থেকে ২১ ফেব্রুয়ারি রোববার পর্যন্ত ৫ দিন ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, গ্রাহকদের আরও উন্নত ও নিরাপদ সেবা দিতে ডেটা সেন্টার স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময়ে শাখা ও এটিএম বুথের পাশাপাশি ব্যাংকটির মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও অ্যাপভিত্তিক সব সেবা বন্ধ রাখা হবে। পাঁচ দিনের মধ্যে প্রথম দু'দিন কর্মদিবস। পরবর্তী তিন দিন সাপ্তাহিক ও সরকারি ছুটি।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ব্যাংক-বীমা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষা-সেবা-গবেষণায় প্রাধান্য দেবে বিএসএমএমইউ : নতুন উপাচার্য
X
Fresh