• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এক মাসে প্রবাসীরা ১৬ হাজার কোটি টাকা পাঠিয়েছেন

আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৫
month, expatriates, sent, thousand, crore rupees
এক মাসে প্রবাসীরা ১৬ হাজার কোটি টাকা পাঠালেন

চলতি বছরের দেশে সদ্য সমাপ্ত জানুয়ারিতে প্রবাসীরা ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। গত বছরের জানুয়ারির তুলনায় এই জানুয়ারিতে ১৯ দশমিক ৭৮ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার যা আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।

অর্থনীতিবিদেরা মনে করেন, করোনা মহামারিতে প্রবাসীদের আয় কমে গেলেও পরিবার-পরিজনের কাছে তারা ঠিকই টাকা পাঠাচ্ছেন। আগে অবৈধ পথে (হুন্ডি) বিপুল পরিমাণ রেমিট্যান্স এলেও সেটি করোনাকালে বন্ধ হয়ে গেছে। এ

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী আগের কয়েক মাসের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স কিছুটা কমেছে। শেষ পাঁচ মাসের সঙ্গে তুলনায় জানুয়ারিতে ২০০ কোটি ডলারের নিচে নেমেছে রেমিট্যান্স। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ব্যাংক-বীমা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
টাকার হিসাব জানার অধিকার জনগণের আছে: ব্যারিস্টার সুমন
‘পরিবারের লোকজনও আমাদের শুধু টাকার গাছ মনে করে’
টাকা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডিপজল
X
Fresh