• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনার মধ্যেও রিজার্ভ ছাড়িয়েছে রেমিটেন্স (ভিডিও)

সেলিম মালিক, আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২০, ১৮:৩৫
Remittances have also exceeded the reserves in Corona
রেমিটেন্স বাড়লেও প্রবাসে ভালো নেই শ্রমিকরা, ছবি: আরটিভি

বৈশ্বিক মহামারি করোনার মধ্যেও প্রবাসীদের রেকর্ড রেমিটেন্সে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে, যাদের শ্রমে-ঘামে মোটাতাজা দেশের অর্থনীতি, করোনার শঙ্কায় কাটছে তাদের দিন। প্রবাসে কাজ হারিয়েছেন অনেক শ্রমিক। অনেকে আবার নিঃস্ব হয়ে ফিরছেন দেশে। বিশ্লেষকরা বলছেন, চাকরি হারানো বিদেশ ফেরত শ্রমিকদের দক্ষতা অনুযায়ী স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে।

করোনায় বিপর্যস্ত অর্থনীতিতে সুখবর হলো, গেল মাসে রেমিট্যান্স এসেছে দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৮৩ দশমিক ৩ কোটি ডলার। যার ওপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

রেমিটেন্স বাড়লেও প্রবাসে ভালো নেই শ্রমিকরা। কয়েকটি গবেষণা সংস্থা বলছে, চাকরি হারিয়ে বেকার দিন কাটাচ্ছেন প্রায় ২০ লাখ শ্রমিক। অনেকে দেশে ফিরেছেন, বাকিরাও ফেরার অপেক্ষায়।

কাতার প্রবাসী এক শ্রমিক জানান, সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা চাকরি হারিয়েছেন। অনেকে স্থায়ী আবার অনেকেই অস্থায়ীভাবে চাকরি হারিয়েছেন।

অর্থনীতিবিদরা বলছেন, দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে প্রকল্প নিতে হবে। দেশের উন্নয়নেই কাজে লাগাতে হবে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা।

রামরু চেয়ারম্যান তাসনিম সিদ্দিক বলেন, দেশের ভিতরে যদি একটা ডেটা বেজ তৈরি করতে পারি, সেখানে সকল শ্রমিকদের দক্ষতার নিবন্ধন করে রাখি এবং আমাদের দেশের ভেতরে যে কোম্পানিগুলো আছে, তাদের সাথে আমরা শ্রমিকদের যোগাযোগ করিয়ে দিতে পারি; তাহলে তাদের বিকল্প কর্মসংস্থান হতে পারে।

সানেম নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, এটা আশঙ্কা করা হচ্ছে যদি ফ্লাইড অপারেশন আরো বারে, তবে আরো অনেক লোক চাকরি হারিয়ে দেশে ফিরে আসবেন। সরকার যে ইকোনোমিক জোনগুলো করছে, সেগুলো কিন্তু খুব দ্রুত করা যেতে পারে। যদি অগ্রাধিকার ভিত্তিতেও এই লোকগুলোকে কাজে লাগানো যায়; তবে এটা একটা ভালো কাজ হতে পারে।

এদিকে, প্রবাসী শ্রমিকদের ঋণ সহায়তা দিতে ২০০ কোটি টাকার প্রণোদনা নিয়ে এগিয়ে এসেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ৫০০ কোটি টাকার আমানত দিচ্ছে সরকারও।

এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মাহতাব জাবিন বলেন, এর মধ্যে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন। এই বরাদ্দ কিভাবে বিনিয়োগ করলে ঝুঁকিমুক্তভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারা যায়, এটাই আমরা এখন তাদের বোঝাচ্ছি। পাশাপাশি শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে সরকার কাজ করছে।
এসএ/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পরিবারের লোকজনও আমাদের শুধু টাকার গাছ মনে করে’
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
X
Fresh