• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ২০:০২

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন হয়েছে ৪৬৩ কোটি টাকা।যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি টাকা বেশি।

সোমবার লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী ছিল ডিএসইএক্স সূচক। তবে দুপুর ১২টার পর থেকে সূচকে ওঠা–নামা করে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে শূন্য দশমিক ৭ পয়েন্ট। অবস্থান করছে ৪৫৬৯ পয়েন্টে।

বিশেষজ্ঞরা বলছেন, টানা চার কার্যদিবস দর বৃদ্ধির পর দুই দিন ধরে পুঁজিবাজারে কিছুটা মূল্য সংশোধন হচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা গেছে। মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা দেখায় লেনদেন বেড়েছে।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি-বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, ডেলটা ব্র্যাক হাউজিং, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ন্যাশনাল পলিমার, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড ও বিডি থাই অ্যালুমিনিয়াম।

লেনদেন হওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির। তবে কমেছে ১১৮টির, অপরিবর্তিত আছে ৬৪টির।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh