• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শেয়ার না থাকায় ২২ কোম্পানির পরিচালককে নোটিশ

আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২০, ১১:৫৪
Notice to the directors of 22 companies for not having shares
শেয়ার না থাকায় ২২ কোম্পানির পরিচালককে নোটিশ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ন্যূনতম দুই শতাংশ শেয়ার না থাকায় ২২ কোম্পানির ৬১ পরিচালককে নোটিশ পাঠিয়েছে। সোমবার (৬ জুলাই) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্রে জানা যায়, ন্যূনতম শেয়ার ধারণের শর্ত না মানায় ২২ কোম্পানির ৬১ পরিচালককে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ৪৫ দিনের মধ্যে এই ৬১ পরিচালককে ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পরিপালনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় এসব পরিচালককে পদ অপসারণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে বিএসইসি। গত বৃহস্পতিবার এই নোটিশ পাঠানো হয়েছে।

বিএসইসি সূত্রে আরো জানা গেছে, যে ২২ কোম্পানির পরিচালককে নোটিশ দেওয়া হয়েছে তার মধ্যে বিমাখাতের ১৪টি কোম্পানি রয়েছে।

২০১১ সালে জারি করা নির্দেশনা কার্যকরে আবারও উদ্যোগ নিয়েছে বিএসইসি। তাই কোম্পানির পরিচালক পদে থাকতে হলে এসব পরিচালককে হয় নতুন করে শেয়ার কিনতে হবে নয়তো পদ ছাড়তে হবে।

এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম জানান, ‘আমরা চাই শেয়ারবাজারে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। তাই অনেক বছর ধরে যারা আইন অমান্য করে পরিচালক পদে রয়েছেন তাদের বিষয়ে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দিয়ে মাকে খুঁজছে মেয়ে, ফারাজ করিমের পোস্ট
গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে সাবেক আইজিপির ফেসবুকে পোস্ট
‘জায়েদ খানের বিয়ে’, ফেসবুকে শেয়ার করলেন জায়েদ নিজেই
X
Fresh