spark
logo
  • ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২০, ২৬ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৭ জন, আক্রান্ত ২৯৪৯ জন, সুস্থ হয়েছেন ১৮৬২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সুইস ব্যাংকে জমার পরিমাণ কিছু কমলেও সন্তুষ্ট নন অর্থনীতিবিদরা (ভিডিও)

খান আলামিন, আরটিভি নিউজ
|  ২৯ জুন ২০২০, ১৮:৩৪ | আপডেট : ২৯ জুন ২০২০, ২০:৩৬

সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ কমেছে। এক বছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ দেড়শ কোটি টাকা কমেছে।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে বাংলাদেশের নাগরিকরা সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে ৫ হাজার ৩৬৭ কোটি টাকা জমা করেছেন। যা এর আগের বছর থেকে দেড়শ কোটি টাকা কম।

এতে অবশ্য সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশের অর্থনীতিবিদরা। তবে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কয়েক বছর পর সুফল পাওয়া যেতে পারে বলে মনে করেন তারা।

এ বিষয়ে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই ধারা কয়েক বছর ধরে চলতে থাকলে পরিস্থিতির উন্নতি হয়েছে বলা যাবে। তিনি আরও বলেন, সুইস ব্যাংকে থাকা টাকার বেশিরভাগই অবৈধ। 

অন্যদিকে বিদেশে টাকা পাচার এবং তা ফেরত আনতে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম এম আকাশ। তাই অর্থ পাচাররোধে ‘ওয়ান ইলেভেন সরকারে’র মতো কঠোর হওয়ার তাগিদ দেন তিনি।

এজে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৭৮৪৪৩ ৮৬৪০৬ ২২৭৫
বিশ্ব ১২৪০৮১০৬ ৭২৩৭৬৪৬ ৫৫৭৭৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অর্থনীতি এর সর্বশেষ
  • অর্থনীতি এর পাঠক প্রিয়