• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জিএসকের শেয়ার হস্তান্তর, ডিএসইতে ৯ বছরের রেকর্ড লেনদেন

আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২০, ১৮:১৭
Transfer of shares of GSK, 9 year record transaction on DSE
ফাইল ছবি

ব্রিটিশ গ্লাক্সোস্মিথক্লাইন বা জিএসকে বাংলাদেশের ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বিভির কাছে হস্তান্তরের ফলে মন্দা শেয়ারবাজারে হঠাৎ লেনদেনে উল্লম্ফন ঘটেছে।

আজ রোববার (২৮ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রেকর্ড আড়াই হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। যা ২০১০ সালের পর সর্বোচ্চ। শুধুমাত্র গ্ল্যাক্সোস্মিথক্লাইনেরই দুই হাজার ২২৫ কোটি ৩৮ লাখ সাত হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে দুই হাজার ৭১০ কোটি টাকার লেনদেন হয়। এরপর গত সাড়ে ৯ বছরে এই মাইলফলকে আর পৌঁছাতে পারেনি ডিএসই।

আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ ২ পয়েন্ট বেড়ে ৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। আর কমেছে ১২টির দাম। এছাড়া ২৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলেকে হত্যার পর প্রকৌশলীর আত্মহত্যা, নেপথ্যে যা জানা গেল
X
Fresh