• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুঁজিবাজারে লেনদেনের সময় পবিবর্তন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০২০, ১৬:৪৭
The trading schedule has been changed in both the capital markets of the country.
ফাইল ছবি

দেশের দুই পুঁজিবাজারেই লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

আগামীকার বৃহস্পতিবার (১৮ জুন) থেকে নতুন সময়সূচি অনুযায়ী পুঁজিবাজারের লেনদেন শুরু হবে সকাল ১০টায় আর শেষ হবে দুপুর ১টায়।

লেনদেনের সময়সূচি পরিবর্তন হলেও অফিশিয়াল সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে ডিএসইতে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। একই কথা জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন উর রশিদ।

এদিকে সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস উর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার।

আজ ডিএসইতে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। আর কমেছে ১৯টির। আর ২৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ৯১৮ পয়েন্টে অবস্থান করছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেক্সিমকোর ২৬২৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন
করোনায় আরও একজনের মৃত্যু
১৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করছে বেক্সিমকো
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh