• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিড়ির উপর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  ১৪ জুন ২০২০, ১৫:১৭
Human chains in different parts of the country to protest the increase in taxes on bidis
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে গাজীপুর, ময়মনসিংহ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। রোববার বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব মানববন্ধন করে তারা। এসব মানববন্ধনে কয়েক হাজার বিড়ি শ্রমিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতি প্যাকেট বিড়িতে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে ৪ টাকা। যা শতকরা বৃদ্ধি হার ২৮.৫৭ %। অপরদিকে কমদামী সিগারেটে প্রতি প্যাকেটে দাম বৃদ্ধি হয়েছে মাত্র ২টাকা। যা শতকরা বৃদ্ধির হার মাত্র ৫.৪১ %।

অর্থাৎ সিগারেটের চেয়ে বিড়িতে প্যাকেট প্রতি ২টাকা বেশি এবং শতকরা ২৩.১৬% বেশি। এটি বিড়ি শিল্পের উপর চরম বৈষম্যমূলক আচরণ। বিদেশী সিগারেট কোম্পানিকে সুবিধা দিতেই এ বৈষম্য করা হয়েছে। যা দেশীয় শিল্পের সাথে বিমাতাসূলভ আচরণ ছাড়া কিছুই নয়। দীর্ঘদিন ধরে বিড়ি শিল্প ধ্বংস করার জন্য যে গভীর ষড়যন্ত্র ছিল প্রস্তাবিত বাজেটে তা প্রতিফলিত হয়েছে।

এছাড়াও মধ্যম স্তরের সিগারেটের দাম বৃদ্ধি করা হয়নি। পাশাপাশি বেশি দামী সিগারেটে সম্পূরক শুল্ক বৃদ্ধি না পাওয়ায় কোম্পানির আয়ের সীমা বৃদ্ধি পেয়েছে এবং সরকার বেশি ট্যাক্স প্রাপ্তি হতে বঞ্চিত হয়েছে।

পাবনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মো: হ্যারিক হোসেন, সাধারণ সম্পাদক মো: শামীম ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: দুলাল সেখ প্রমুখ।

রংপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন: বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মো: আমিন উদ্দিন বিএসসি, মো: আবুল হাসনাত লাভলু, মো: জামিল আক্তার প্রমুখ।

গাজীপুর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন গাজীপুর জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক সুজন কুমার বাণিক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

সিলেট প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সিলেট বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক মারুফ রাব্বি প্রমুখ।

শরিয়তপুর প্রেস ক্লাবের সমানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন শরিয়তপুর বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক বিপুল হোসেন প্রমুখ।

ময়মনসিংহে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: আসাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান প্রমুখ।

বাগেরহাট অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাগেরহাট জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: আতিয়ার রহমান, সদস্য রবিউল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ।

কিশোরগঞ্জ নান্দাইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি- মো:হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক- মো: ফজলুল হক, শ্রমিক নেতা-মো: মশিউর রহমান,হুমায়ুন কবীর প্রমুখ।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
র‍্যাগিংয়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, হাবিপ্রবির দুই ছাত্র বহিষ্কার
গণবিজ্ঞপ্তির আগেই বদলির প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
ময়মনসিংহে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন 
X
Fresh