• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টেক্সটাইল-গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনী বৃহস্পতিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৬

রাজধানীতে শুরু হচ্ছে ১৪তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ এক্সিবিশন’ (ডিটিজি)।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হবে।

রোববার সংবাদ সম্মেলনে বিটিএমএ‘র সভাপতি তপন চৌধুরী এ তথ্য জানান। এসময় বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট হোসেন মাহমুদ, বিটিএমএ’র পরিচালক মো. খোরশেদ আলম, পরিচালক মোশারফ হোসেন, সৈয়দ ইলিয়াস সিরাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

৪ দিনব্যাপী চলা এ প্রদর্শনীতে ৩৩টি দেশের বস্ত্র ও পোশাক-শিল্পের যন্ত্রপাতি উৎপাদনকারী ১ হাজার প্রতিষ্ঠান অংশ নেবে।

এ বছর মেলাতে ১ হাজার ২শ’ বুথ নিয়েছে মেশিনারিজ প্রস্তুতকারক কোম্পানি। এ বছরই প্রথমবারের মতো ‘সেলিব্রেটি হল’ নামে নতুন একটি হলের সংযোজন করা হয়েছে এ মেলাতে। যাতে হাই ব্র্যান্ডের পোশাক ও এক্সেসরিস প্রদর্শিত হবে। ফলে টেক্সটাইল ও গার্মেন্টস খাত সংশ্লিষ্টরা স্পিনিং, উইভিং, ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং টেস্টিং, ওয়াশিং, এমব্রয়ডারি ও সেলাইয়ের সর্বশেষ প্রযুক্তি এবং উন্নতমানের যন্ত্রপাতি সম্পর্কে জানার পাশাপাশি কিনতেও পারবেন।

ডিটিজি-২০১৭ যৌথ ভাবে আয়োজন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ), চান চো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, তাইওয়ান এবং ইয়র্কস ট্রেড এন্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh