• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ ব্যাংকের ৫০শতাংশ কর্মী বাসা থেকে কাজ করবেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুন ২০২০, ১৩:০৫
Bangladesh Bank
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ব্যাংকের ৫০ শতাংশ কর্মী বাসা থেকে কাজ করবেন। বাকি যারা অফিসে কাজ করবেন তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১২ দফা নির্দেশনা মেনেই কাজ করবেন। দায়িত্ব পালনের রোস্টার করবেন প্রধান কার্যালয়সহ সকল শাখা অফিসের বিভাগীয় প্রধান বা মহাব্যবস্থাপকগণ।

বৃহস্পতিবার (৪ জুন) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান এবং শাখা অফিসের প্রধান নির্বাহী-মহাব্যবস্থাপক অফিসের কাজের গুরুত্ব বিবেচনায় ও বাস্তবতার নিরিখে সুষ্ঠুভাবে অফিস পরিচালনার নিমিত্তে পর্যায়ক্রমিক দায়িত্ব বন্টন ও রোস্টারিং করতে পারবেন।

এসময় যে সব কর্মকর্তা বাসায় অবস্থান করবেন তারা বাসা হতে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। আর যারা অফিসে স্বশরীরে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন তারা লাঞ্চ সুবিধা পাবেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
ডিএনসিসির স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ব্যাংকগুলোকে বেশি দামে ডলার কিনতে হবে!
বিদেশি ঋণ এখন ১০০ বিলিয়ন ডলারেরও বেশি
X
Fresh