• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে পাঠানোর আহ্বান

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া

  ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৭

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে পাঠানোর আহ্বান জানালেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. শহীদুল ইসলাম।

শুক্রবার দূতাবাসে মালয়েশিয়ায় বাংলাদেশের তিন রেমিটেন্স হাউজ অগ্রণী, ন্যাশনাল ও সিটি ব্যাংক-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় তিনি এ আহ্বান জানান।

বৈধ পথে অর্থ পাঠালে মিলবে বেশ কয়েকটি সুবিধা উল্লেখ করে শহীদুল ইসলাম বলেন, বৈধ পথে অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখুন। এ পথে অর্থ পাঠালে সবার আগে কনস্যুলার সেবা, স্বল্প মূল্যে বাংলাদেশ বিমানের টিকিট পাওয়া যাবে।

প্রবাস থেকে বিকাশ বা হুন্ডির মাধ্যমে অর্থ না পাঠিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সাধারণ প্রবাসীদের উৎসাহিত করতে হাউজগুলোর কর্মকর্তাদের নানামুখী পদক্ষেপ নেয়ার কথা বলেন হাইকমিশনার।

আলোচনায় দূতাবাসের ডিফেন্স উইং হুমায়ন আহমেদ, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদসহ অনেকে অংশ নেন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh