• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কৃষি পণ্য পরিবহনে ট্রেনের ভাড়া ২৫% ছাড়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মে ২০২০, ২১:৩১
25% discount on train fares for transporting agricultural goods
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে দেশের প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র কৃষকের উৎপাদিত শাক-সবজি, দেশীয় ফলমূল, দুধ, ডিম ইত্যাদি পণ্য পরিবহন করছে বাংলাদেশ রেলওয়ের মালবাহী বিশেষ ট্রেন।

আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে এসব পণ্যের ওপর ২৫% ভাড়া ছাড় এবং সকল প্রকার সার্ভিস চার্জ প্রত্যাহার করে ভাড়া সমন্বয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ সোমবার (১৮ মে) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাদেশ রেলওয়ের মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন সেকশন কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে পার্সেল ট্রেন (লাগেজ ভ্যান ট্রেন) চলাচল করছে।