• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এফবিসিসিআই’র ২০১৭-১৯ মেয়াদের নির্বাচন ১৪ মে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৪

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের নির্বাচন আসছে ১৪ মে হবে।

মঙ্গলবার সংগঠনটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এফবিসিসিআই’র নির্বাচন বোর্ড গেলো ১২ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে।

তফসিলে পরিচালক পদে নির্বাচন করতে ১৮ মার্চের ভেতরে মনোনয়নপত্র সংগ্রহ করে তা ১০ এপ্রিলের মধ্যে দাখিল করতে হবে। তবে ১৫ মার্চের মধ্যে সদস্যদের বকেয়া পরিশোধ করতে হবে।

এদিকে, ২৩ মার্চ ভোটারদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা বোর্ড। প্রকাশিত তালিকার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ২৮ মার্চের মধ্যে আপিল বোর্ডের নিকট অভিযোগ করা যাবে। এর ভিত্তিতে ২৯ এবং ৩০ মার্চ আপিল বোর্ড শুনানি হবে এবং ১ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা বোর্ড।

এফবিসিআই জানায়, ১৪ মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে।

এবার নির্বাচন পরিচালনা বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী আশরাফ। নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন ব্যবসায়ী নেতা সামছুল আলম এবং মঞ্জুরুল হক রুবেল। এছাড়া আপিল বোর্ডে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন, খায়রুল মাজিদ মাহমুদ ও মির্জা আবু মঞ্জুর।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh