• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনা মোকাবিলায় ৮৫০ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০২০, ১৮:১৪
করোনা মোকাবিলায় ৮৫০ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ৮৫০ কোটি টাকা (১০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবি’র প্রধান কার্যালয়ে এই অনুমোদন দেয়া হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চিকিৎসা সামগ্রী ও করোনা পরীক্ষার কিট কেনা এবং চিকিৎসা খাতের অবকাঠামো উন্নত করতে এই ঋণ সহায়তা দেয়া হয়েছে। এছাড়া এডিবি’র পক্ষ থেকে বলা হয়েছে, এই ঋণের ফলে মহামারি মোকাবিলায় কার্যকর নজরদারি, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং এসব কাজে দ্রুত সাড়া প্রদানও করতে পারবে সরকার।

এডিবি’র পক্ষ থেকে আরও বলা হয়েছে, আইসোলেশন ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটসহ (সিসিইউ) ১৭ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কেনা, অন্তত ১৯টি করোনা পরীক্ষার ল্যাবরেটরির মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস সুবিধার উন্নয়ন করা এবং কমপক্ষে ৩ হাজার ৫০০ স্বাস্থ্যখাতে কর্মরতদেরকে প্রশিক্ষণ প্রদান ও স্বাস্থ্যখাতে আরও অনেক চিকিৎসক ও কর্মী এ ঋণ সহায়তা থেকে নিয়োগ দিতে পারবে সরকার।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh