• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চার শতাংশ সুদে ঋণ পাবে কৃষক

আরটিভি অনলাইন রিপোর্ট্

  ২৭ এপ্রিল ২০২০, ১৭:৩২
চার শতাংশ সুদে ঋণ পাবে কৃষক
ফাইল ছবি

কৃষির ক্ষতি মোকাবিলা ও খাদ্য উৎপাদন এবং খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষিখাতে ঋণের সুদহার কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে কৃষি খাতে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহারে ঋণ দেয়া হয়।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে এখন থেকে শাক সবজি চাষেও ঋণ পাবে কৃষক। একইসাথে ধান, গম, শস্য, অর্থকরী ফসল চাষের জন্য কৃষক ঋণ নিতে পারবে। সে জন্য একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমানে কৃষি খাতে বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বোচ্চ ৯ শতাংশ সুদহারে ঋণ প্রদান করে। কিন্তু এখন থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ আদায় করবে। অবশিষ্ট ৫ শতাংশ সুদ ক্ষতি বাবদ ভর্তুকি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংককে দেবে। চলতি বছরের ১ এপ্রিল থেকে আগামী ৩০ জুন ২০২১ পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, খাদ্য উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষক পর্যায়ে স্বল্প সুদে কৃষি ঋণ সরবরাহ করা অত্যাবশ্যক। আমদানি বিকল্প ফসল যেমন ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষ করার জন্য কৃষক পর্যায়ে ৪% রেয়াতি সুদ হারে কৃষি ঋণ বিতরণের জন্য তফসিলি ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
ব্যাংকগুলোকে বেশি দামে ডলার কিনতে হবে!
বিদেশি ঋণ এখন ১০০ বিলিয়ন ডলারেরও বেশি
মোবাইলে প্রতিদিন ৪ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন
X
Fresh