• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে: বিশ্ব খাদ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট, আরটিভি অনলাইন

  ২২ এপ্রিল ২০২০, ১৮:৫৫
তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে: বিশ্ব খাদ্য সংস্থা
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগ গ্রাস করে ফেলছে পৃথিবীকে। এরইমধ্যে কর্মহীন হয়ে পড়েছে কোটি মানুষ। চোখ রাঙাচ্ছে খাদ্যের অভাব।

নিম্ন আয়ের দেশগুলোর মতো উচ্চ আয়ের দেশগুলোও বিপদে পড়ছে ধীরে ধীরে। করোনা পরবর্তীকাল নিয়ে বিশ্ব খাদ্য সংস্থা এরইমধ্যে সতর্ক বার্তায় জানিয়ে দিয়েছে, অন্তত তিন কোটি মানুষ অনাহারেই মারা যেতে পারে।

‘অর্থনীতির এমন অবস্থা চলমান থাকলে বিশ্বের অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।’

চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে এ পর্যন্ত ২১০টি দেশে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ। মৃত্যু বরণ করেছে ১ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।

এ অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে, করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। এতে বিশ্বের প্রবৃদ্ধি তিন শতাংশ হারিয়ে যেতে পারে।

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh