• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেষ কার্যদিবসে শেয়ারবাজারে সুবাতাস

অনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৫

শেয়ারবাজারে শেষ কার্যদিবসে লেনদেনের পাশাপাশি সূচক বেড়েছে। দেশের দুই বাজারে বৃহস্পতিবার এমন চিত্র ফুটে উঠেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ২ শতাংশ। বেলা শেষে ডিএসইতে ৯১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৪ কোটি ৮০ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৮৯৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এছাড়া মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৫৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh