• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনা মোকাবিলায় প্রয়োজনে চীনের মতো হাসপাতাল: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন বিপোর্ট

  ১৮ মার্চ ২০২০, ২১:৩৫
করোনাভাইরাস
ফাইল ছবি

করোনাভাইরাসের চিকিংসার জন্য যত টাকা প্রয়োজন হবে তা দিতে প্রস্তুত রয়েছে সরকার। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় চীনের মতো যদি বিশেষ হাসপাতাল তৈরির উদ্যোগ নেয়, তাহলে সেখানে অর্থায়ন করা হবে। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার (১৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব বিপদে আছে। ইতোমধ্যে আমাদের দেশে এসে গেছে। সংখ্যায় কম হলেও এসেছে, এটা আমাদের স্বীকার করতে হবে। যাতে করে এর সংখ্যা কম রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, কী করলে দেশ ও জাতিকে মুক্ত রাখা যাবে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। আর এই কাজটি করার দায়িত্ব আমাদের সকলের। এটা শুধু স্বাস্থ্য বা অর্থ মন্ত্রণালয়ের কাজ না। আমি মনে করি এটা সকলের কাজ।

অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কোনও যন্ত্রাংশ কিনতে লাগে, আনুষঙ্গিক সাপোর্ট বাড়াতে হয় আমাদের জানালে আমরা যথাসম্ভব সহায়তা করবো। সকলভাবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করবো অর্থায়ন করে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh