logo
  • ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২০, ২৩ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭২ জনসহ মোট আক্রান্ত ৩৩৭৪, মৃত্যু ১১ জনসহ বেড়ে ৭৯: স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ১৮ জন, মৃত্যু ১, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন: স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র যার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৬০৮ জন, মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের, বিশ্বব্যাপী মোট মৃত্যু ৬৪ হাজার ৬৬৭ জনের, সাড়ে ১২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত: ওয়ার্ল্ডোমিটার। সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের, আক্রান্ত ১ লাখ ১৪১৭৪, মৃত্যু ২৬২৪ জন: সিএএএন।

করোনা আতঙ্কে পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ ধস

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৬ মার্চ ২০২০, ১৬:১৩ | আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৬:২৭
করোনা আতঙ্কে পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ ধস
ফাইল ছবি
করোনাভাইরাস আতঙ্কে পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ ধস দেখলো বিনিয়োগকারীরা।

আজ সোমবার (১৬ মার্চ) লেনদেন শুরুর প্রথম ২০ মিনিট বাজার ঊর্ধ্বমুখী থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পতনের মাত্রাও বাড়তে থাকে। দুপুরে সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণার খবরে পুঁজিবাজারে সূচক দ্রুত নিম্নগামী হতে থাকে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৯৬ পয়েন্ট কমে ৩ হাজার ৭৭২ পয়েন্টে নেমে আসে। এটি গত সাত বছরের মধ্যে সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৩ সালের ২৮ মে‘র পর ডিএসইর প্রধান সূচক ছিল ৩ হাজার ৭৫৭ পয়েন্ট। ওইদিনের পর আজ সূচকের সর্বনিম্ন অবস্থানে আসে।

গত রোববার (৮ মার্চ) বিকালে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত তিন রোগীর সন্ধান পাওয়ার পরদিন গত ছয় লেনদেন দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)‘র প্রধান সূচক কমেছে ৫১৫ পয়েন্ট। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানির ১৮ কোটি ৬৮ লাখ ১২ হাজার ১৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ১০ টির, কমেছে ৩৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪০৬ কোটি ৬৩ লাখ টাকা।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯৬ পয়েন্ট কমে ৩ হাজার ৭৭২ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ৫২ পয়েন্ট কমে ৮৭৪ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ২৬৫ পয়েন্টে নেমে আসে।

অন্যদিকে, সোমবার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭১টি কোম্পানির ৮৫ লাখ ৫৫ হাজার ৫২৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ২৫টির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইতে ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৫৭ পয়েন্ট কমে ১১ হাজার ৫৭৬ পয়েন্ট নেমে আসে।

এমকে

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৮৮ ৩৩
বিশ্ব ১২৩৭৪২০ ২৫২৯৪৪ ৬৭২৬০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অর্থনীতি এর সর্বশেষ
  • অর্থনীতি এর পাঠক প্রিয়