• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তরুণদের উদ্যোক্তা হতে জেসিআই ঢাকা এচিভারসের কর্মশালা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০২০, ১২:২১
জেসিআই এচিভারস কর্মশালা

জেসিআই ঢাকা এচিভারস এর উদ্যোগে ঢাকার আইবিএ অ্যালামনাই ক্লাবে সম্প্রতি (২৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো ‘দি ফুট স্টেপস’ শীর্ষক অ্যাডভোক্যাসি ওয়ার্কশপ। এর মূল আলোচনার বিষয়বস্তু ছিল তরুণ সমাজকে উদ্যোক্তা হতে উৎসাহিত করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট এর অধ্যাপক ও এমপিএম ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সভাপতি ড. হরিপদ ভট্টাচার্য ও দি সিএফও ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সফিকুল আলম এলএলবি, এসিএস, এফসিএমএ, এফসিএ এই অ্যাডভোক্যাসি ওয়ার্কশপে দুটি পৃথক সেশন এ তাদের মূল্যবান মতামত উপস্থিত ৬০ জন তরুণদের সামনে তুলে ধরেন।

সভা শেষ এ ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ক্লাব এর বর্তমান সভাপতি এম উমায়ের করিম। অনুষ্ঠানে জেসিআই ঢাকা এচিভারস এর অন্যান্য বোর্ড ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেসিআই ঢাকা এচিভারসের পার্টনার হিসেবে ছিল দি সিএফও ফাউন্ডেশন অফ বাংলাদেশ ও এমপিএম ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটির রেডিও পার্টনার ছিল রেডিও ৭১, ৯৮.৪ এফএম।
পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
বাসরের পর লাপাত্তা স্বামী, শ্বশুরবাড়িতে অবস্থান তরুণীর
প্রেমিকার উপহারের পোশাক পরে তরুণের আত্মহত্যা
সোমেশ্বরী নদীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
X
Fresh