• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাণিজ্যমেলা ৪ ফ্রেব্রুয়ারি পর্যন্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৭, ১৭:৫১

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের চেয়ে ৪ দিন বাড়লো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময়সীমা। ফলে আসছে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।

ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয় এ সময়সীমা বাড়িয়েছে। এতে এবার মেলার মেয়াদ গড়ালো ৩৫ দিন।

ইপিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মেলার সময় বাড়ানো নিয়ে ব্যবসায়ীরা ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন।

গেলো রোববার ইপিবির বৈঠকে প্রাথমিকভাবে ৪ দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়। যা সোমবার বৈঠকের মাধ্যমে চূড়ান্ত হয়।

২০১৫ সালে টানা হরতাল-অবরোধের কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। তাই স্বাভাবিকভাবে ক্রেতা-দর্শনার্থীরা বাণিজ্যমেলায় যেতে পারেননি। যে কারণে স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের চেয়ে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়।

রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে ১ জানুয়ারি শুরু হয় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে এ হচ্ছে।

এ বছর মেলায় মোট ৫৮০টি প্রতিষ্ঠান বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে তাদের পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে ১৩টি ক্যাটাগরি রয়েছে। সাধারণ প্যাভিলিয়ন, সংরক্ষিত প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, বিদেশি প্যাভিলিয়ন, সাধারণ মিনি প্যাভিলিয়ন, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, বিদেশি মিনি প্যাভিলিয়ন, রেস্তোরাঁ, প্রিমিয়ার স্টল, বিদেশি প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল ও ফুড স্টল প্রভৃতি।

মেলায় ২১টি দেশ অংশ নিয়েছে। সেগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, চীন, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, নেপাল, জাপান, মরক্কো, ভুটান, আরব আমিরাত, মরিশাস ও ঘানা।

গেলো মেলার চেয়ে এবারের মেলায় ৭টি স্টল বাড়ানো হয়েছে। এবার সব ক্যাটাগরির প্যাভিলিয়ন, সাধারণ স্টল, বিদেশি প্যাভিলিয়নসহ ৫৬০টি প্রতিষ্ঠান নিজস্ব পণ্য নিয়ে অংশ নিচ্ছে। যা ২০১৬ সালে ছিল ৫৩৬টি।

সাপ্তাহিক ছুটি ছাড়াই মেলা সকাল ১০ থেকে রাত ১০ পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh