• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিদেশ যাত্রায় নেয়া যাবে ১০ হাজার ডলার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৭
পূর্ব ঘোষণা ছাড়াই বিদেশ যাত্রায় নেয়া যাবে ১০ হাজার ডলার
ফাইল ছবি

বিদেশ থেকে আসা যাওয়ার ক্ষেত্রে এখন থেকে ১০ হাজার মার্কিন ডলার পূর্ব ঘোষণা ছাড়াই বহন করা যাবে। এর আগে ৫ হাজার মার্কিন ডলার বহনের অনুমোতি ছিল।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিদেশ আসা যাওয়ার ক্ষেত্রে ৫ হাজার ডলার নেয়ার অনুমোতি ছিল। এখন সেটি বাড়িয়ে ১০ হাজার মার্কিন ডলার করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল স্বাক্ষরিত ‘কারেন্সি নোট আমদানি ও রফতানি’ প্রজ্ঞাপনে বলা হয়, ‘মার্কিন ডলার ৫ হাজার বা সমতুল্য পরিমাণ বৈদেশিক মুদ্রা’ অনুচ্ছেদের বাক্যাংশের পরিবর্তে ১০ হাজার মার্কিন ডলার বা সমতুল্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দ্বারা প্রতিস্থাপিত হইবে’।

এর ফলে বিদেশ আসা-যাওয়ায় বছরে ১২ হাজার ডলার পর্যন্ত নেয়ার সীমা বেঁধে দেয়া রয়েছে। এখন থেকে কোনও বাংলাদেশি বিদেশ যাওয়ার সময় কোনও ঘোষণা ছাড়াই ১০ হাজার মার্কিন ডলার সঙ্গে রাখতে পারবেন এবং বিদেশ থেকে আসার সময়ও একই পরিমাণ ডলার ঘোষণা ছাড়াই বহন করতে পারবেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঋণ খেলাপি প্রার্থী শনাক্তে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
নতুন আর কোনো ব্যাংককে আপাতত একীভূত করা হচ্ছে না
এবার ইউসিবির সঙ্গে একীভূত করা হচ্ছে ন্যাশনাল ব্যাংক
এপ্রিলের ৫ দিনে রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে
X
Fresh