• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশে ডিজেলের সঙ্কট নেই: বিপিসি চেয়ারম্যান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০২০, ২৩:১৯
দেশে ডিজেলের সঙ্কট নেই বিপিসি চেয়ারম্যান
ফাইল ছবি

দেশে ডিজেলের কোনও সঙ্কট নেই। একটি মহল কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারা করছে। বললেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান সামছুর রহমান।

আজ বুধবার (২৯ জানুয়ারি) নিজ কার্যালয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা এই গুজব ছড়াচ্ছে তাদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে। হঠাৎ করেই শোনা যাচ্ছে দেশে ডিজেলের সঙ্কট দেখা দিতে পারে। বাড়তে পারে দামও। তাই বেড়ে গেছে ডিজেল বিক্রির পরিমাণ। তবে এসব গুজবে কান না দেবেন না।

চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে ১৩ দিনের মজুদ আছে। ১৫ ফেব্রুয়ারি (শনিবার) এই মজুদ গিয়ে দাঁড়াবে ২৫ দিনের এবং ১ মার্চ তা বেড়ে দাঁড়াবে ২৯ দিনের। বুধবার (২৯ জানুয়ারি) দুই জাহাজে ৩৫ হাজার মেট্রিক টন এবং বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুটি জাহাজে ৩৩ হাজার টন ডিজেল আনলোড হবে।

ফেব্রুয়ারি মাসের মধ্যে মোট মজুদ গিয়ে দাঁড়াবে ৫ লাখ ১৯ হাজার মেট্রিক টনে। কুতুবদিয়ায় আরও ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন মজুদের একটি জাহাজ রাখা হচ্ছে। যেটিতে ৪০ দিনের রিজার্ভ রাখা হবে।

সামছুর রহমান আরও বলেন, এই মজুদের হিসাব থেকে বোঝা যায় চাহিদার চেয়ে বেশি মজুদ আছে। উল্টো এই অতিরিক্ত ডিজেল কীভাবে বিক্রি করবো তা নিয়ে পরিকল্পনা করছি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেট্রোলিয়াম করপোরেশনে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর
ডিজেল ও কেরোসিনের নতুন দাম নির্ধারণ
X
Fresh