• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিনিয়োগ ভাবনায় রোববার মুদ্রানীতি ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৭, ১৫:১৮

বেসরকারি বিনিয়োগে জোর দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনকে মুখ্য রেখে রোববার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। এটি হবে কেন্দ্রীয় ব্যাংকের ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয় মুদ্রানীতি।

বাংলাদেশ ব্যাংক সুত্রে এ তথ্য জানা যায়। এটি গর্ভনর ফজলে কবিরের দ্বিতীয় বারের মতো মুদ্রানীতি ঘোষণা।

বাংলাদেশ ব্যাংক সুত্রে জানা যায়, চলতি অর্থবছরের প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতির ভঙ্গিও থাকবে সংকুলানমুখী। প্রথমার্ধের লক্ষ্যমাত্রার আশপাশেই থাকছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত মেয়াদের দ্বিতীয়ার্ধের এ ঘোষণায়।

এর আগে চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয় ১৬ দশমিক ৬ শতাংশ। এতে আগামী জুন পর্যন্ত ১৬ দশমিক ৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়। তবে নভেম্বর পর্যন্ত বেসরকারি খাতে প্রকৃত ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক শূন্য ১ শতাংশ। নতুন মুদ্রানীতিতেও ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৫ শতাংশ অথবা কিছুটা বাড়ানো হবে বলে জানা যায়।

বৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং ব্যাংকিং ব্যবস্থায় অলস টাকাসহ বিভিন্ন খাতে বিশেষ গুরুত্ব দিয়ে মুদ্রা নীতি প্রণয়ন করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বিগত সময়ের আলোকে কেন্দ্রীয় ব্যাংক তার মুদ্রা নীতিতে সতর্কতা অবলম্বন করবে।

এর আগে গত বছরের ২৬ জুন কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরের প্রথমার্ধের জন্য মুদ্রা নীতি ঘোষণা করে।

এমসি/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh