• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

অহেতুক মূল্য বৃদ্ধি ও ভ্যাট না বাড়ানোর আহ্বান ব্যবসায়ী নেতাদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জানুয়ারি ২০২০, ২২:০১

বিভিন্নখাতে অহেতুক মূল্য বৃদ্ধি ও ভ্যাট না বাড়ানোর আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। আর দেশের উন্নয়নের স্বার্থে পোশাকখাতের মতো অন্যান্য খাতেও ট্যাক্স কমানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্ল্যাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন-বিপিজিএমআইএ’র সভাপতি মো. জসিম উদ্দিন।

এসব আহ্বানের প্রেক্ষিতে সমন্বয়হীনতার কথা স্বীকার করে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, সমস্যা সমাধানে কাজ করছেন তারা। আজ রোববার দুপুরে রাজধানীর সোনারগাও হোটেলে বাণিজ্য আয় বিকাশে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

এ কর্মসূচির আওতায় লেদার এন্ড লেদারগুডস, ফুটওয়ার, লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিকখাতে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্বব্যাংক তিনধাপে অর্থায়ন করবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজ জিম্মির ঘটনায় এফবিসিসিআইয়ের উদ্বেগ
দেশ অর্থনৈতিকভাবে আগাচ্ছে ঠিকই, শৃঙ্খলা রক্ষা হচ্ছে না : এফবিসিসিআই
১২০ টাকার খেজুরে শুল্ক ২১০ টাকা!
ব্যবসায়ীদের যে বিষয়ে সতর্ক করলেন এফবিসিসিআই
X
Fresh