• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জানুয়ারি ২০২০, ২০:৪৯
রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় রহমাতুল মুনিমকে দুই বছরের জন্য চুক্তিতে এনবিআর চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। ৫ জানুয়ারি তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।

এ সময়ে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্বও পালন করবেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদাধিকার বলে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

চুক্তিতে এনবিআর চেয়ারম্যানের দায়িত্বে থাকা মোশারফ হোসেন ভূঁইয়ার চাকরির মেয়াদ বৃহস্পতিবার শেষ হবে। মোশারফের স্থলাভিষিক্ত হবেন রহমাতুল মুনিম।

২০১৮ সালের ১১ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হন মুনিম। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের (সচিব) দায়িত্বে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্বে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেয়া আবু হেনা মো. রহমাতুল মুনিম নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ (ফিনান্স) ডিগ্রি নেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাম বাড়ল গ্যাসের, বিদ্যুতেও আছে দুঃসংবাদ
রমজানের আগেই দাম বাড়ছে বিদ্যুতের 
‘রমজানে কিছু পণ্যের শুল্ক-কর কমানো হচ্ছে’
‘গ্যাসের সংকট দু-একদিনের মধ্যে দূর হবে’
X
Fresh