• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এফবিসিসিআই নির্বাচনে সব পদে সরাসরি ভোটের দাবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জানুয়ারি ২০১৭, ২২:৪৭

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে সব পদে ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানালেন ব্যবসায়ী নেতারা।

সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে, ‘এফবিসিসিআই রিফর্ম বাস্তবায়ন পরিষদে’র আলোচনায় নেতারা এ দাবি জানান।

তারা বলেন, সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হলে, ব্যবসায়ীদের স্বার্থের পক্ষে অনুকূল হবে।

সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সাবেক সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ, জসিম উদ্দিন, কাজী রফিকুল ইসলাম, দেওয়ান সুলতান আহমেদ, আবু আলিম চৌধুরী, বাংলাদেশ ওমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদসহ ব্যবসায়ী নেতারা।
সাবেক নেতারা জানান, ব্যবসায়ীদের মধ্যে একতা ও স্বার্থরক্ষার জন্য, সরাসরি ভোটে নেতা নির্বাচন জরুরি। তারা বলেন, দলাদলি করে বিভক্তি নয়, বরং ঐক্যবদ্ধ হয়ে নিজেদের স্বার্থেই সংগঠনকে শক্তিশালী করতে হবে।

এসজে/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh