• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আবারও বাড়ল স্বর্ণের দাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:০১
আবারও বাড়ল স্বর্ণের দাম
ফাইল ছবি

দেশের বাজারে আরও এক দফা স্বর্ণের দাম বাড়ল। আজ বুধবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার থেকেই বাজারে নতুন দাম কার্যকর হবে।

নতুন করে দাম বাড়ার ফলে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন হবে ৫৯ হাজার ১৯৫ টাকা। এত দিন এর দাম ছিল ৫৮ হাজার ২৮ টাকা।

এবার স্বর্ণের দাম বাড়ার পেছনে টাকার বিপরীতে ডলারের শক্তিশালী অবস্থানকে দায়ী করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশি মুদ্রার বিপরীতে বিদেশি মুদ্রার দর বৃদ্ধি পাওয়ায় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। এ কারণে দাম সমন্বয়ে বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের নির্বাহী কমিটি।

নুতন দরে ২১ ক্যারেট মানের ভরি প্রতি দাম হবে ৫৬ হাজার ৮৬২ টাকা। এত দিন এর দাম ছিল ৫৫ হাজার ৬৯৬। ১৮ ক্যারেটের ভরিপ্রতি দাম হবে ৫১ হাজার ৮৪৬ টাকা। আর রুপার দাম হবে ৯৩৩ টাকা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৮ মার্চ)
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
X
Fresh