• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চলতি মাস থেকেই দোকানে বসছে ভ্যাট মেশিন: এনবিআর চেয়ারম্যান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৮
চলতি মাস থেকেই দোকানে বসছে ভ্যাট মেশিন এনবিআর চেয়ারম্যান
ফাইল ছবি

মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে চলতি মাস থেকে প্রতি দোকানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর কাজ শুরু হবে। বললেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

আজ রোববার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের ইএফডি মেশিন চট্টগ্রাম বন্দরে চলে এসেছে। আজকের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। ডিসেম্বর মাসেই এসব মেশিন দোকানে স্থাপনের কাজ শুরু হবে।

তিনি বলেন, প্রথমে ১০ হাজার মেশিন দেয়া হবে। চলতি অর্থবছরের মধ্যেই ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানে এ মেশিন বসানো হবে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ১০ হাজার মেশিন লাগানোর পর সেগুলো ঠিকমতো কাজ করলে বাকি ৯০ হাজার মেশিন বসানো হবে। এরপর আরও এক লাখ মেশিন কেনা হবে।

চলতি অর্থবছর বছরের শুরুতে এসজেডজেডটি-কেএমএমটি-এসওয়াইইএসআইএস ইটালের সমন্বয়ে চীনা কনসোর্টিয়ামকে এক লাখ মেশিন ও ৫০০ সেলস ডেটা কন্ট্রোলারসহ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) সরবরাহ, স্থাপন ও পরিচালনার কাজ দেয় সরকার।

প্রতিটি ইএফডি মেশিনের দাম পড়বে ৩২ হাজার টাকা । যা কিস্তিতে ব্যবসায়ীদের দেবে সরকার।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর নিয়ে নেতিবাচক মনোভাব দূর করতে হবে  
রিটার্নে জীবনযাত্রার ব্যয় বাধ্যতামূলক না করার প্রস্তাব
চার পণ্যে সুসংবাদ
X
Fresh