• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেড় মাসের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৯, ২০:২১
দেড় মাস ব্যবধান স্বর্ণ

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেড় মাসের ব্যবধানে দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম বেড়েছিল। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম অপরিবর্তিত রয়েছে। এ মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২৯ হাজার ১৬০ টাকা।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা শনিবার পর্যন্ত ৫৬ হাজার ৮৬২ টাকা দামে বিক্রি হয়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা বর্তমানে ৫৪ হাজার ৫২৯ টাকা দামে বিক্রি হচ্ছে। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৮০ টাকা ধরা হয়েছে; যা শনিবার পর্যন্ত প্রতি ভরি ৪৯ হাজার ৫১৩ টাকা দামে বিক্রি হচ্ছে।

পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
স্বর্ণের দামে নতুন রেকর্ড
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই
X
Fresh