• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৭৩ সাল থেকে ২৫শ কোটি ডলার দিয়েছে এডিবি: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৯, ২০:৪০
৭৩ সাল থেকে এডিবি ২৫ শ কোটি ডলার দিয়েছে  বাংলাদেশকে অর্থমন্ত্রী
ফাইল ছবি

স্বাধীনতার পর ১৯৭৩ সাল থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে। আর এই সময়ের মধ্যে থেকে এখন পর্যন্ত এডিবি বাংলাদেশকে ঋণ সহায়তা দিয়েছে ২৫শ কোটি মার্কিন ডলার। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ রোবাবার এডিবি‘র ছয় সদস্যর বোর্ড অব গর্ভনর বডির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা কতটুকু উন্নতি করছি তা পর্যবেক্ষণ করতে এডিবি বাংলাদেশে এসেছে। ১৯৭৩ সাল থেকে এডিবি বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে যাচ্ছে। তাদের সহযোগিতায় আমাদের অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে, দ্রুত উন্নয়ন করা সম্ভব হয়েছে। তাদের আর্থিক সহযোগিতা আমরা কিভাবে কাজে লাগিয়েছি তাও তারা সরেজমিনে দেখবে।

অর্থমন্ত্রী আরও বলেন, আগামীতে আমরা যখন কোনও বড় প্রকল্প হাতে নেব, সেখানে যত অর্থের প্রয়োজন হবে, এডিবি আমাদের আর্থিক সহায়তা করবে। এডিবি‘র প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে রোহিঙ্গারা কিভাবে জীবন বসবাস করছে তাও দেখবে।

তিনি বলেন, আমরা এডিবি’র প্রতিনিধি দলকে অনুরোধ করেছি তারা যেন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা রাখে। রোহিঙ্গারা যেন নিজ দেশে, নিজেদের ঘরবাড়িতে ফেরত যেতে পারে, সে বিষয়ে তাদের ভূমিকা রাখতে অনুরোধ করেছি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী
অসুস্থ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
বাংলাদেশের প্রয়োজন বুঝতে পারছে এডিবি, আরও সহায়তার প্রতিশ্রুতি
X
Fresh