• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পেঁয়াজের কেজি ১০০ ছাড়ালো (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৭

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার একদিন পরেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। খুচরা কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়ে কেজি প্রতি পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দুই দিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। তবে একদিনের ব্যবধানেই পেঁয়াজের দাম বেড়ে গিয়ে বাজার ভেদে দেশি পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকায় আর ভারতীয় পেঁয়াজ ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, পেঁয়াজের দাম বেড়েছে আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ, তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে।

উল্লেখ্য, ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়ায় পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। রোববার এ সিদ্ধান্ত জানার পর থেকেই বাংলাদেশের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
পেঁয়াজ নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর সুখবর!
বাংলাদেশকে পেঁয়াজ দিতে ভারতের নীতিগত সম্মতি
কুষ্টিয়ায় দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা
X
Fresh