logo
  • ঢাকা রবিবার, ২০ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬

হিলি স্থলবন্দরে পেঁয়াজের আমদানি বেড়েছে, দামও কমেছে

হিলি প্রতিনিধি
|  ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১১ | আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৯
হিলি স্থলবন্দরে পেয়াঁজের আমদানি বেড়েছে, দামও কমেছে
ফাইল ছবি
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের আমদানি বাড়ায় আবারও কমেছে ভারত থেকে আমদানীকৃত পেয়াঁজের দাম। গত সপ্তাহে যে পেঁয়াজ প্রকারভেদে পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা তা আজ প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৯ টাকা পর্যন্ত।

বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে নাসিক, পাটনা, ইন্দুর, সাউত্থ জাতের পেয়াঁজ আমদানি হচ্ছে।

আমদানিকারকরা জানান, সামনের পূজার ছুটির কারণে পোর্ট বন্ধ হবে সেই জন্য তারা বেশি বেশি পেঁয়াজ আমদানি করছে। পেয়াঁজের আমদানি বাড়ায় দাম কিছুটা কমেছে। ভারতে পর্যাপ্ত পরিমাণ পেয়াঁজের এলসি করা আছে এবং দাম আরও কমে যাবে।

আমদানিকারকরা আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে পাইকার না থাকায় অনেকটা বিপাকে পড়তে হচ্ছে তাদেরকে।

পাইকার জানান, পেয়াঁজের দাম কিছুটা কমার ফলে তাদের ব্যবস্যা বাণিজ্য ভালো হচ্ছে। বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেয়াঁজ আমদানি হওয়ায় দেশের বাজারে পেয়াঁজ চাহিদা অনেকটাই পূরণ হচ্ছে। ফলে তারা প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে ৮ থেকে ১০ গাড়ি পেঁয়াজ সরবরাহ করলেও এখন তা ২ থেকে ৩ ট্রাকে নেমে এসছে।

হিলি কাস্টমস সুত্রে জানা যায় চলতি সপ্তাহের প্রথম কর্ম দিবসে ২০ ট্রাকে ৪শ ৪০ মেট্রিকটন পেয়াঁজ আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়