• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে বিএমডব্লিউ-মার্সিডিজ অ্যাসেম্বলের প্রস্তাব দিয়েছে জার্মান: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৬
বাংলাদেশে বিএমডব্লিউ-মার্সিডিজ অ্যাসেম্বলের প্রস্তাব দিয়েছে জার্মান অর্থমন্ত্রী
ফাইল ছবি

বিএমডব্লিউ অথবা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির অ্যাসেম্বল করতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে জার্মানি। থাইল্যান্ডের মতো বাংলাদেশেও বিএমডব্লিউ অথবা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির অ্যাসেম্বল করতে চায় দেশটি। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ সোমবার জার্মান ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, থাইল্যান্ডে বিশ্ববিখ্যাত বিএমডব্লিউ ও মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির অ্যাসেম্বল করা হয়। দেশটি বাংলাদেও অ্যাসেম্বল করার প্রস্তাব দিয়েছে। এতে করে দেশের বাইরে থেকে এসব ব্র্যান্ডের গাড়ি আমদানি করা লাগবে না। কম টাকায় বাংলাদেশেই এসব গাড়ি কেনা যাবে।

তিনি বলেন, তারা বড় আকারে আমাদের পাট শিল্পকে ব্যবহার করতে চায়। পাট শিল্প ম্যানেজ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। তাই এই প্রস্তাব অত্যন্ত উত্তম। আমরা বলেছি, আপনারা আসেন এবং ব্যবসা করেন। আর মার্সিডিজের ভেতরে ব্যবহৃত অনেক কিছুই পাটের পণ্য। জার্মানির যত গাড়ি আছে সব গাড়ির ভেতরে পাটের অনেক জিনিস আছে।

তিনি বলেন, জার্মানির বাজারে বাংলাদেশের পণ্যের জিএসপি সুবিধা যেনো বন্ধ না হয় সে বিষয়েও কথা হয়েছে। তারা এ বিষয়ে সর্বতভাবে সাহায্য করবে বলে জানিয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh