logo
  • ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২০, ২৩ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭২ জনসহ মোট আক্রান্ত ৩৩৭৪, মৃত্যু ১১ জনসহ বেড়ে ৭৯: স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ১৮ জন, মৃত্যু ১, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন: স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র যার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৬০৮ জন, মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের, বিশ্বব্যাপী মোট মৃত্যু ৬৪ হাজার ৬৬৭ জনের, সাড়ে ১২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত: ওয়ার্ল্ডোমিটার। সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের, আক্রান্ত ১ লাখ ১৪১৭৪, মৃত্যু ২৬২৪ জন: সিএএএন।

হঠাৎ করেই বেড়েছে চিনি সয়াবিন তেল ও পেঁয়াজের দাম (ভিডিও)

সেলিম মালিক
|  ২৩ আগস্ট ২০১৯, ১৫:৪৯ | আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৭:১৭
পর্যাপ্ত সরবরাহ থাকার পরও হঠাৎ করেই বাজারে বেড়েছে চিনি, সয়াবিন তেল ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে পাঁচ টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে ৬৫ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা। আর ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা। তবে মাছ ও সবজির দাম কমেছে, বেশ খানিকটা।

রাজধানীর কাওরান বাজারে দোকানীরা জানিয়েছেন, বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ অনেকটাই বেশি, তাই দামও কমতির দিকে। তবে বাড়তি কেবল করলা আর দেশি ও ভারতীয় পেঁয়াজের দর।

কয়েক দিনের ব্যবধানে বেড়েছে চিনি, সয়াবিন ও পামওয়েল দামও। বর্ষায় নদী ও খাল-বিলে প্রচুর মাছ ধরা পড়ছে। ফলে কমেছে দাম।

এদিকে, বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশ টাকা, খাসি সাড়ে সাতশ' ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে সাড়ে ছয়শ টাকা কেজি দরে। বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল।

আরও পড়ুন 

এমকে

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৮৮ ৩৩
বিশ্ব ১২৩৭৪২০ ২৫২৯৪৪ ৬৭২৬০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অর্থনীতি এর সর্বশেষ
  • অর্থনীতি এর পাঠক প্রিয়