• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পেঁয়াজের বাজার হঠাৎ চড়া (ভিডিও)

সেলিম মালিক, আরটিভি

  ২২ আগস্ট ২০১৯, ১০:৫৩

বাজারে আবার বেড়েছে পেঁয়াজের দাম। পাঁচ দিনের ব্যবধানে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। আর ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। আমদানিকারক ও ব্যবসায়ীরা এবার দাম বাড়ার কারণ হিসাবে বাংলাদেশ ও ভারতের বন্যাকে দায়ী করছেন। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম বাড়ার কারণ অনুসন্ধানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঈদের ছুটির পর হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমেছে। ঈদের আগে যেখানে প্রতিদিন, আড়াইশ থেকে তিনশ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন সেখানে পেয়াজ আসছে মাত্র ৫০ ট্রাক।

রাজধানীর শ্যামবাজারের এই আমদানিকারকের মতে, ভারতের কয়েকটি রাজ্যে বন্যার কারণে প্রভাব পড়ছে পেঁয়াজ আমদানিতে।
পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়ার জন্য দেশের বন্যাকে অজুহাত হিসাবে দেখাচ্ছেন তারা। আমদানি ও পাইকার পর্যায়ে দাম বৃদ্ধির প্রভাব ভালোভাবেই পড়েছে খুচারা বাজারে। নানা অজুহাতে দফায় দফায় পেয়াজের দাম বৃদ্ধির কারণে অতিষ্ঠ সাধারণ ক্রেতারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানালেন, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও পেঁয়াজের দাম বাড়ার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছেন তারা। পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে নিয়ে প্রয়োজনে কঠোর হবার কথাও জানালেন তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh