• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার দাম নেই চামড়ার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ আগস্ট ২০১৯, ২০:১৫
চামড়া
এবার দাম নেই চামড়ার

রাজধানীর বিভিন্ন এলাকায় কুরবানির পশুর কাঁচা চামড়া কেনার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতি বছর এই ঈদের সময় পশুর চামড়া সংগ্রহ করতে বিভিন্ন অলিতে-গলিতে মৌসুমি ব্যবসায়ীদের দেখা যেত।

রাজধানীর বিভিন্নস্থান ঘুরে দেখো গেছে, কুরবানির পর বেশিরভাগ পশুর চামড়া রাস্তায় পড়ে আছে। অনেক বেলা চামড়াগুলো কেনার জন্য কেউ-ই আসেননি। পরে যাও দুই- একজন আসছে তারাও চামড়ার দাম খুব কম বলেছেন।

পরে ভালো ও বড় মানের কাঁচা চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ ৬শ’ থেকে ৮শ’ টাকায়। আর মাঝারি মানের চামড়া বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৫শ’ টাকায়।

এদিকে ঢাকার বাইরে চামড়ার দাম আরও কম বলে খবর পাওয়া গেছে।