• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দুই দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ আগস্ট ২০১৯, ২১:২৬
স্বর্ণ
একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। এছাড়া দীর্ঘদিন পর বাড়ানো হয়েছে রুপার দামও।

আজ বুধবার (০৭ আগস্ট) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়।

২২, ২১ ও ১৮ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১১৬৬ টাকা। আর রুপার দাম ভরিতে বেড়েছে ২৩৩ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম।

আগামীকাল বৃহস্পতিবার (০৮ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু।

এর আগে গত সোমবার (০৫ আগস্ট) স্বর্ণের দাম বাড়ায় বাজুস।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : বিপিজিএমইএ’র সভাপতি পদে আবারও নির্বাচিত মো. জসিম উদ্দিন
---------------------------------------------------------------------

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৬৯৫ টাকা। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫৩ হাজার ৩৬৩ টাকায়। বর্তমানে বাজারে প্রতি ভরির দাম রয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৪৮ হাজার ৩৪৭ টাকা। বর্তমানে এই মানের স্বর্ণের দাম রয়েছে ৪৭ হাজার ১৮১ টাকা।

এছাড়া এদিকে দীর্ঘদিন পর বেড়েছে রুপার দাম। অলংকার তৈরির এই ধাতুতে ভরি প্রতি বাড়ানো হয়েছে ২৩৩ টাকা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
X
Fresh